১। প্রধান ভুমি অফিস ঠাকুরগাঁও সদর
তসহকারী কমিশনার (ভূমি) বরাবরে জমির তফশীল উল্লেখ পূর্বক নাম জারীর আবেদন করতে হয়।
২ঃ নাম জারীর আবেদন ১০/(দশ) টাকার কোট ফি সংযুক্ত করতে হবে।
৩ঃ নাম জারীর অনুমোদন করা হলে রেকর্ড সংশোধন ও পর্চা ফি ২৫/- টাকা।
৪ঃ প্রসাতব ফরম ২.৫০ টাকার কোট ফি প্রসেস জারীর জন্য সংযুক্ত করতে হবে।
৫ঃ আপত্তি না থাকিলে ৩০ দিনের মধ্যে নাম জারীর মামলা নিষ্পত্তি করা হয়।
৬ঃ সহকারী কমিশনার (ভূমি) ব্যতিত অন্য কেউ নাম খারিজ অনুমোধন করার একতিয়ার রাখে না।
৭ঃ দলিল গ্রহীতা কিংবা রেকডীয় মালিক তথা ওয়ারিশ সরাসরী সহকারী (ভূমি) বরাবরে খারিজের জন্য আবেদন করুন।
৮ঃ ওয়ারিশ সুত্রে নাম জারীর ক্ষেত্রে অবশ্যাই ওয়ারিশ সনদ দাখিল করিতে হবে।
৯ঃ সরকারী ফি ব্যতিত নাম খারিজের জন্য অতিরিক্ত কোন অর্থ কাউকে দেবেন না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস